323137

ফেরি বন্ধ থাকার পরও ঘাটে জনস্রোত

নিউজ ডেস্ক।। ঘুর্ণিঝড় আম্পানের কারণে গতকাল সোমবার বিকেল থেকে নিরাপত্তার স্বার্থে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটের ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। ফেরি বন্ধ থাকার পরও দক্ষিণবঙ্গগামী হাজার হাজার মানুষকে আজ সকালে শিমুলিয়া ঘাটে ভিড় করতে দেখা যায়।

নৌপরিবহন মন্ত্রণালয়ের নির্দেশে বিআইডব্লিউটিসি ও টিএ কর্তৃপক্ষ ফেরি চলাচল বন্ধ করে দেয়। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে সরেজমিন দেখা যায়, ঘাটে থাকা দুটি ফেরিতে কয়েক হাজার যাত্রীকে অবস্থান নিতে। আবার কিছু যাত্রী শিমুলিয়ার আশপাশ থেকে ট্রলারে করে জীবনের ঝুঁকি নিয়ে পদ্মা পাড়ি দিচ্ছেন। কর্তৃপক্ষ জানিয়েছে, উপরের নির্দেশ না পেলে ফেরি ছাড়া হবে না।

মাওয়া ট্রাফিক পুলিশের ইনচার্জ মো. হেলাল হোসেন জানান, জেলা পুলিশ, নৌ পুলিশ ও ট্রাফিক পুলিশ রাস্তায় রয়েছে। নিরাপত্তার স্বার্থে চেকপোস্টসহ ঘাটে প্রবেশের সকল রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। তবুও বিভিন্ন দিক ঘুরে যাত্রীরা ঘাট এলাকায় ভিড় জমাচ্ছেন।

ad

পাঠকের মতামত