315993

শবে বরাতে আল্লাহ যেন বাংলাদেশকে করোনামুক্ত করে দেন : প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক।। প্রা’ণঘা’তী ক’রোনা’ভা’ইরাসে কাঁপছে গোটা বিশ্ব। বাংলাদেশেও দিন দিন করোনায় আক্রান্তদের সংখ্যা বেড়েই চলেছে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত দেশে করোনায় আক্রান্তদের সংখ্যা ১৬৪ জন। প্রা’ণ হারিয়েছেন ১৭ জন।

দেশের এমন পরিস্থিতিতে ধর্মপ্রাণ মুসল্লিদের ঘরে বসে নামাজ পড়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সামনেই শবে বরাত। শবে বরাতে সবাইকে করোনা থেকে মুক্তির জন্য দোয়া করতে বলেছেন তিনি। সমগ্র বাংলাদেশের মানুষের কাছে এ আহ্বান জানান তিনি।

তিনি বলেন, ‘আপনারা জানেন যে- মক্কা শরীফ, মদিনা শরীফ এখন বন্ধ। সেখানে কারফিউ দিয়ে দেওয়া হয়েছে। মক্কা শরীফ, মদিনা শরীফেই যখন এ অবস্থা সেখানে মসজিদে গিয়ে অনেক লোক একসঙ্গে জমায়েত হওয়া- এটাতে কিন্তু সংক্রমণ হওয়ার একটা ভ’য় থাকে।’

তিনি আরো বলেন, ‘সামনে শবে বরাত। সবাই যাতে ঘরে বসে ইবাদত করে। মসজিদে ভিড় না করে। আল্লাহকে যেকোনো জায়গা থেকেই ডাকা যায়। সবাই আল্লাহকে ডাকুন। এবারের শবে বরাতে আল্লাহ যেন লেখেন যে, করোনা থেকে মুক্তি পাই। সবাই সে দোয়াটা চাইবেন। সমগ্র বাংলাদেশের মানুষের কাছে আমি এ আহ্বান জানাই। আল্লাহ অন্তত বাংলাদেশটা যেন রক্ষা করে।’

ad

পাঠকের মতামত