315657

করোনার প্রভাব কাটাতে ৭২ হাজার ৭৫০ কোটি টাকার প্যাকেজ ঘোষণা করলেন প্রধানমন্ত্রী (ভিডিও)

নিউজ ডেস্ক।। রোববার সকাল ১০টায় গণভবন থেকে সংবাদ সম্মেলন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ঘোষণা করেন।

করোনা পরিস্থিতিতে সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচিকে আরো বিস্তৃত করা হয়েছে। ১৬০ টি উপজেলায় সকল দরিদ্র মানুষদের খাবার, ওষুধ, নগদ অর্থও প্রদান করা হবে।

অসংঘটিত শিল্পের শ্রমিকদের বিশেষ করে, মুচি, বেদে, নাপিত, মাটির কাজ করেন, অস্থায়ী শ্রমিক, এধরণের নানা পেশার গরীব মানুষদের সেফটি নেটের আওতায় আনার নির্দেশ দিয়েছেন।

ব্যাংকগুলোতে নগদের জোগান বাড়াতে, রেপো ও সিআর আর কমানোর কথাও বলা হয়েছে। তবে সতর্ক করা হয়েছে যাতে মূল্যস্ফীতি না হয়।

রপ্তানিমূখী শিল্পের শ্রমিকদের রেশনের আওতায় আনার বিষয় থাকতে পারে। আগের ঘোষিত ৫ হাজার কোটির সঙ্গে আরো নতুন অর্থ দেয়ার ঘোষণা থাকতে পারে।

শুধু খাদ্য নয়, গরীব মানুষদের নগদ টাকার যোগান বৃদ্ধির জন্য সরাসরি ব্যাংক একাউন্টের মাধ্যমে অর্থ দেয়া হবে।এ ছাড়াও ওএমএস, জিআর কর্মসূচির অর্থ বৃদ্ধির কথা বলা হেয়েছে।

ad

পাঠকের মতামত