314619

করোনা সংক্রমণ এড়াতে জুতা ঘরের বাইরে রাখুন, সিনথেটিক পরিহার করুন

সংক্রামক ব্যাধি বিশেষজ্ঞরা বললেন, জুতোর তলায় করোনা ভাইরাস ৫ দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে।  ক্যালিফোর্নিয়ার সানডিয়াগোর জেনারেল প্র্যাকটিশনার জর্জিনা ন্যানোস বলেছেন, জুতোর সোল হচ্ছে ব্যাকটেরিয়া, ছত্রাক ও ভাইরাসের উর্বর প্রজননস্থল। ডেইলি মেইল

তার এ বক্তব্য সমর্থন করেছেন সংক্রামক রোগ বিশেষজ্ঞ মেরী ই স্মিথ। তিনি বলেন, জুতার সোল ও সিনথেটিক কাপড়ে কোভিড-১৯ রোগ সৃষ্টিকারী করোনা ভাইরাস ৫দিন পর্যন্ত টিকে থাকতে পারে।

বড়ো শপিং মল, বাজার কিংবা বিমানবন্দরে গেলে এবং গণপরিবহনে যাতায়ত করলে জুতার সোলে করোনা ভাইরাস লেগে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। একই ঝুঁকি রয়েছে সিনথেটিক কাপড়ে।

ad

পাঠকের মতামত