314625

করোনার চিকিৎসায় নির্দিষ্ট কোনো ওষুধ আছে কী?

ডেস্ক রিপোর্ট।। প্রাণঘাতী করোনাভাইরাসের প্রতিষেধক তৈরিতে বিশ্বজুড়ে তোড়জোড় চলছে। তবে এখন পর্যন্ত কোনো স্থায়ী চিকিৎসা পদ্ধতি বের করতে পারেননি চিকিৎসক ও গবেষকরা। এদিকে, করোনা আক্রান্তের সংখ্যা দিনকে দিন বেড়েই চলেছে, পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। তাই বিশ্ব নেতারা এখন এর প্রতিষেধক তৈরিতে মরিয়া হয়ে উঠেছেন।

বাংলাদেশের জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পক্ষ থেকেও বলা হয়েছে, করোনাভাইরাসের চিকিৎসা বা প্রতিরোধে কার্যকারী নির্দিষ্ট কোনো ওষুধ এখনো পর্যন্ত নেই।

কিন্তু আক্রান্ত ব্যক্তিদের উপসর্গ উপশমের জন্য উপযুক্ত চিকিৎসা এবং গুরুতর অসুস্থ ব্যক্তিদের জন্য পর্যাপ্ত সহায়ক স্বাস্থ্য সেবা (সাপোর্টিভ কেয়ার) দিতে হবে। আর সুনির্দিষ্ট চিকিৎসা ব্যবস্থা পরীক্ষাধীন, যা ক্লিনিক্যাল ট্রায়ালের মাধ্যমে সম্পন্ন হবে। আইইডিসিআর’র পক্ষ থেকে আরও জানানো হয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও তার সহযোগী প্রতিষ্ঠানসমূহ করোনাভাইরাস সংক্রান্ত গবেষণা ত্বারান্বিত করার জন্য সহযোগিতা করছে।

ad

পাঠকের মতামত