312906

জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে দলে আফিফ-নাইম

জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

দলে ফিরেছেন মাশরাফি বিন মুর্তজা। জাতীয় দলে অভিষেকর পর টি-টোয়েন্টিতে দুর্দান্ত পারফর্ম করার সুবাদে ওয়ানডে দলে জায়গা পেয়েছেন আফিফ হোসেন ও তরুণ ওপেনার মোহাম্মদ নাইম শেখ।

আফিফ ও নাইমকে দলে রাখা প্রসঙ্গে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, নাঈম ও আফিফ ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে আমাদের দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ। তাই তাদের নেয়া হয়েছে।

আগামী ১, ৩ ও ৬ মার্চ সিরিজের ম্যাচ তিনটি অনুষ্ঠিত হবে। ওয়ানডে সিরিজের ম্যাচগুলো হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

প্রথম দুই ওয়ানডেতে বাংলাদেশ দল: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন কুমার দাস, তাইজুল ইসলাম, আফিফ হোসেন, মোহাম্মদ নাঈম শেখ, আল আমিন হোসেন, মোহাম্মদ সাইফ উদ্দিন, শফিউল ইসলাম, মেহেদী হাসান মিরাজ ও মোস্তাফিজুর রহমান।

ad

পাঠকের মতামত