312892

চা পানের বিরতির আগে শান্তর ফিফটি

ক্রীড়া প্রতিবেদকঃ পাকিস্তান সফরের একমাত্র টেস্টের দুই ইনিংসেই করেছিলেন আত্মবিশ্বাসী ব্যাটিং, জাগিয়েছিলেন ফিফটির সম্ভাবনা। প্রথম ইনিংসে ৩৮ রানে আউট হওয়ার পর, দ্বিতীয় ইনিংসে তার ব্যাট থেমেছিল ৪৪ রানে। পরে দেশে ফিরে ক্যারিয়ার সর্বোচ্চ প্রথম শ্রেণির ইনিংসে করেন ২৫৩ রান।

তিনি যে ফর্মে রয়েছেন, তার প্রমাণ আরও একবার দিলেন বাঁহাতি টপঅর্ডার ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত। সবশেষ বিপিএলে সেঞ্চুরি থেকে শুরু করে রানের মধ্যেই রয়েছেন তিনি। এবার তুলে নিয়েছেন টেস্ট ক্রিকেটে নিজের প্রথম ফিফটি।

আজ (রোববার) দিনের চা পানের বিরতির ঠিক আগে ফিফটি পূরণ করেছেন শান্ত। চা পানের বিরতি পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ১২০ রান। হাফ সেঞ্চুরিয়ান শান্ত ৫৫ এবং অধিনায়ক মুমিনুল হক অপরাজিত রয়েছেন ১২ রান করে। এখনও জিম্বাবুয়ের চেয়ে ১৪৫ রানে পিছিয়ে বাংলাদেশ।

জিম্বাবুয়ের করা ২৬৫ রানের জবাবে ব্যাট করতে নেমে বেশ ভালো শুরুরই ইঙ্গিত দিয়েছিলেন দুই ওপেনার সাইফ ও তামিম। ইনিংসের দ্বিতীয় ওভারেই জোড়া বাউন্ডারি হাঁকান ডানহাতি সাইফ। পরের ওভারে তামিমের ব্যাট থেকেও আসে দুই চার। মাত্র ৩ ওভারেই ১৮ রান করে ফেলে বাংলাদেশ।

কিন্তু চতুর্থ ওভারের শেষ বলে হালকা বেরিয়ে যাওয়া ডেলিভারিতে ব্যাট এগিয়ে দেয়ার ভুল করে বসেন সাইফ। ফলে তার ব্যাটের বাইরের কানা ছুঁয়ে বল জমা পড়ে উইকেটরক্ষক রেগিস চাকাভার হাতে। সমাপ্তি ঘটে সাইফের ১২ বলে ৮ রানের ইনিংসের।

মধ্যাহ্ন বিরতির আগে আর বিপদ ঘটতে দেননি নাজমুল হোসেন শান্ত এবং তামিম ইকবাল। দুজন মিলে ৪ ওভার খেলে যোগ করেন ৭ রান। পরে দ্বিতীয় সেশনেও দারুণ ব্যাট করেন এ দুজন। পাল্লা দিয়েই নিজেদের রান বাড়াচ্ছিলেন শান্ত ও তামিম। মনে হচ্ছিল, দুজনই তুলে নেবেন ফিফটি।

কিন্তু দলীয় ৯৬ রানের মাথায় অফস্টাম্পের বাইরের বল ড্রাইভ করতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে বসেন তামিম। সমাপ্তি ঘটে তার ৮৯ বলে ৪১ রানের ইনিংসের, একইসঙ্গে ভাঙে শান্তর সঙ্গে ১৫৯ বলে ৭৮ রানের জুটি।

তামিম না পারলেও বিরতির এক ওভার আগে ফিফটি তুলে নেন শান্ত। ক্যারিয়ারের প্রথম হাফ সেঞ্চুরি করতে খেলেন ১০৮টি বল, হাঁকান ৬টি বাউন্ডারি। পরে বিরতি ঠিক আগের ওভারে মারেন আরও একটি বাউন্ডারি।

ad

পাঠকের মতামত