312836

পেঁয়াজ ক্ষেতের সাথে এ কেমন শত্রুতা!

রাজবাড়ী প্রতিনিধিঃ রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের গাবলা ফসলি মাঠের ৭২ শতাংশ (প্রায় আড়াই বিঘা) জমির পেঁয়াজ বীজের ক্ষেত কেটে ধ্বংস করা হয়েছে।

পূর্ব শত্রুতার জেরে গত বুধবার দিবাগত আনুমানিক ১টার দিকে ৮ থেকে ১০ জন দুর্বৃত্তের একটি দল গাবলা মাঠের এ ফসলি জমির পেঁয়াজ বীজ কেটে ধ্বংস করে। এতে চাষির প্রায় ১২ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানা যায়।

এ বিষয়ে বসন্তপুর ইউনিয়নের গাবলা গ্রামের পেঁয়াজ বীজ ক্ষেতের মালিক মোঃ আসাদুজ্জামান তিন জনের নাম উল্লেখ করে আরো ৮/১০ জনের অজ্ঞাত নামে রাজবাড়ী সদর থানায় একটি মামলা দায়ের করেছেন।

আসামিরা হলেন, গাবলা গ্রামের মৃত হোসেন ভুইয়ার ছেলে হাসান ভুইয়া, মৃত আছমত খাঁর ছেলে আলীম খাঁ, মৃত ওয়াজেদ খাঁর ছেলে রুবেল খাঁসহ অজ্ঞাত আরো ১০ জন।

কৃষক আসাদুজ্জামান বলেন, জমিজমা বিষয়ে পূর্ব শত্রুতার জেরে গাবলঅ গ্রামের হাসান, আলীম ও রুবেল সহ ৮/১০ মিলে তাদের এই আড়াই বিঘা জমির পেঁয়াজ বীজের ক্ষেত কেটে ধ্বংস করে। এই আড়াই বিঘার জমি থেকে কদম পেঁয়াজ বীজের প্রায় ১০ লক্ষ টাকার এবং ২ লক্ষ টাকার কদম কেটে নিয়ে যায় আসামিরা। এতে তার প্রায় ১২ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

ad

পাঠকের মতামত