312704

উইঘুর মুসলমানদের সমর্থন করে চীনকে তুরস্কের কড়া বার্তা

আন্তর্জাতিক ডেস্কঃ উইঘুরের নিরাপরাধ মুসলমানদের নির্যাতন, হত্যার বিরুদ্ধে চীনকে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগানের পক্ষ থেকে কড়া বার্তা দিয়েছে পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগ্লু।

মেভলুত কাভুসোগ্লু জার্মানির মিউনিখে আয়োজিত নিরাপত্তা সম্মেলনে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-র সঙ্গে সাক্ষাৎ করে এই বার্তা দেন।

বেজিংয়ের উইঘুর মুসলমান বিরোধী মনেভাবের কড়া নিন্দা জানিয়ে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী চীনকে বলেছেন, উইঘুর, তুর্কিরা এখন চীনা নাগরিক, তাই চীনের উচিত হবে তাদের যথাযোগ্য মর্যাদা দেওয়া।

তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বলেন, তুর্কি, উইঘুর, হান, বৌদ্ধ বা খ্রিস্টান, কোনো ধর্মের বা জাতির মানুষকেই উগ্রবাদী বলে ঠাউর করা উচিত নয়। সব জাতি বা গোষ্ঠী থেকেই সন্ত্রাসীরা উঠে আসতে পারে।

চীনে নিষ্পাপ ও অসহায় উইঘুর মুসলমানদের ধরে ধরে আটক শিবিরে রাখা হয়েছে। সেখানে ইসলাম ত্যাগ করতে তাদের মধ্যে চাপিয়ে দেওয়া হচ্ছে চীনের জাতীয়তাবাদী মতাদর্শ। জোর করে শেখানো হচ্ছে মান্দারিন ভাষা।

জাতিসংঘের তথ্য মতে, পশ্চিম জিনজিয়াং প্রদেশে অন্তত ১০ লাখ উইঘুর মুসলমানকে চীন বন্দি করে রেখেছে।

ad

পাঠকের মতামত