312620

আমাকে স্যার ডাকবেন না, আমি সাধারণ কর্মচারী: জনগণের প্রতি ওসির অনুরোধ

কয়েক দিন আগেই দৌলতদিয়া যৌনপল্লীর এক যৌনকর্মীর জানাজা-দাফন করে আলোচনায় আসেন রাজবাড়ীর গোয়ালন্দঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান। কারণ ওই যৌনপল্লীর যৌনকর্মীদের কখনো দাফন করা হতো না। এ ছাড়াও একের পর এক ব্যতিক্রমী কাজ করে দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন পুলিশের এ কর্মকর্তা। এবার তিনি নিজ কার্যালয়ের সামনে একটি ব্যানার টানিয়ে ব্যাপকভাবে আলোচনায় এসেছেন। ব্যানারে নিজেকে স্যার না ডাকতে জনসাধারণের প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি।

গোয়ালন্দঘাট থানার ফেসবুক আইডিতে নিজের অফিস কক্ষের দরজার সামনে টাঙানো একটি ব্যানারের ছবি পোস্ট করেন ওসি আশিকুর।

ব্যানারে লেখা রয়েছে, ‘মুজিব বর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার। ইহা একজন গণকর্মচারীর অফিস। যেকোনো প্রয়োজনে এ অফিসে ঢুকতে অনুমতির প্রয়োজন নেই। সরাসরি রুমে ঢুকুন। ওসিকে স্যার বলার দরকার নাই।’

আশিকুর রহমানের ওই ব্যানার ফেসবুকে পোস্ট করার পর সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

বর্তমান সময়ে পুলিশের প্রতি মানুষের যে খারাপ একটি মনোভাব তৈরি হয়েছে, তা আশিকুর রহমানের মতো কর্মকর্তাদের জন্য অনেকটাই দূর হয়ে যাবে বলে মনে করছেন অনেকেই।

সাধারণ মানুষ এমন একটি জনকল্যাণমূলক উদ্যোগ নেওয়ার জন্য গোয়ালন্দঘাট থানার ওসিকে ধন্যবাদও জানাচ্ছেন।

এ বিষয়ে ওসি আশিকুর বলেন,‘আমি তো প্রজাতন্ত্রের কর্মচারী। আমি তো বলব এটাই হওয়া উচিত। জনগণের ট্যাক্সের টাকায় আমাদের বেতন হয়। সুতরাং, জনগণকে সেবা করাই আমাদের কাজ।’

ad

পাঠকের মতামত