312459

ভয়ঙ্কর ঝড়-বৃষ্টির পর অপেক্ষা করছে তীব্র গরম

পঞ্জিকার হিসেবে শীত শেষ হয়েছে। এসেছে বসন্ত। বসন্ত এলেও শীতের প্রকোপ এখনো কিছুটা রয়ে গেছে। তবে চলতি মাসের শেষের দিকে এ পরিস্থিতি পাল্টে যেতে পারে। আগামী মার্চে রয়েছে ঝড়-বৃষ্টির সম্ভাবনা। সেই সঙ্গে হতে পারে বজ্রপাতও। এছাড়া তাপমাত্রা বর্তমানের চেয়ে বাড়বে দ্বিগুণ।
আবহাওয়া অধিদফতরের তিনমাস মেয়াদী জলবায়ুর অবস্থা সম্পর্কিত বার্তায় এ তথ্য দেয়া হয়েছে।

অধিদফতরের বার্তায় বলা হয়েছে, ফেব্রুয়ারির শেষের দিক থেকে রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে। দ্বিতীয়ার্ধে দেশের উত্তর, উত্তর-পশ্চিমাঞ্চল এবং মধ্যাঞ্চলে ১ থেকে ২ দিন বজ্রঝড় হতে পারে।

অন্যদিকে মার্চ মাসে বৃষ্টিপাত স্বাভাবিক থাকতে পারে। দেশের উত্তর ও মধ্যাঞ্চলে ১ থেকে ২ দিন মাঝারি/ তীব্র কালবৈশাখী বজ্র-ঝড় ও শেষের অন্যত্র ২ থেকে ৩ দিন হালকা /মাঝারি কালবৈশাখী বজ্রঝড়ের সম্ভাবনা রয়েছে।

এছাড়াও দিনের তাপমাত্রা ক্রমান্বয়ে বেড়ে প্রায় ৩৪-৩৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে। তবে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে তাপমাত্রা ৩৭-৩৮ ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।

আবহাওয়াবিদ নাজমুল হক জানিয়েছেন, এ মাসের শেষের দিকে বৃষ্টির সঙ্গে বজ্রঝড় হতে পারে। তবে এই মুহূর্তে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তাপমাত্রা বাড়তে পারে।

ad

পাঠকের মতামত