312465

উটের জন্য বিশ্বের সবচেয়ে বড় হাসপাতাল বানাচ্ছে সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্কঃ উটের চিকিৎসায় বিশ্বের বৃহত্তম হাসপাতাল নির্মাণ করছে সৌদি আরব। আরব নিউজের তথ্যানুযায়ী, সৌদি আরবের কৃষি ও পরিবেশ মন্ত্রণালয় বলেছে, হাসপাতালটির চূড়ান্ত অবকাঠামো নির্মাণ কার্যক্রম শেষের পথে রয়েছে। এ হাসপাতালটিতে উটের রোগের চিকিৎসার পাশাপাশি বিভিন্ন ধরণের উটকে পরিপুষ্টও করা হবে।

জানা গেছে, কাসেম অঞ্চলে প্রতিষ্ঠা করা হচ্ছে দ্য সালাম পশুচিকিৎসা ও উট হাসপাতালটি। এতে ২৬ মিলিয়ন ডলার খরচ পড়েছে। এ হাসপাতাতে উট প্রজননকারীরা ব্যক্তিগত খরচে সেখানে তাদের পশুদের চিকিৎসা দিতে পারবেন। এ খাতটিতে স্থিতিশীলতা ও উন্নয়ন ঘটবে বলে দাবি করেছে সৌদি আরব।

পশু সম্পদ বিষয়ক আন্ডারসেক্রেটারি ডা. হামাদ আল-বাস্তান বলেন, সালাম উপ হাসপাতাল নির্মাণ কাজ পর্যালোচনা করা হচ্ছে। কতটুকু অগ্রগতি হয়েছে তা মনিটরিং করা হচ্ছে।

ad

পাঠকের মতামত