312370

বাড়ছে অ্যান্টার্কটিকার তাপমাত্রা, ডুবে যেতে পারে বিশ্বের অনেক অঞ্চল

আন্তর্জাতিক ডেস্কঃ বরফে আছন্ন অ্যান্টার্কটিকা মহাদেশের তাপমাত্রা দিন দিন বেড়েই চলছে। প্রথম বারের মত ২০ ডিগ্রী সেলসিয়াস ছাড়িয়েছে মহাদেশটির তাপমাত্রা।যা এখন পর্যন্ত সর্বোচ্চ।
চলতি মাসের ৯ ফেব্রুয়ারি এ তাপমাত্রা রেকর্ড করা হয়। এটি সিউমার দ্বীপের একটি পর্যবেক্ষণ স্টেশনে রেকর্ড করা হয়।

বিজ্ঞানীদের মতে, এভাবে চলতে থাকলে অ্যান্টার্কটিকার বরফ গলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ১০ ফুট পর্যন্ত বেড়ে যেতে পারে। আর তা হলে তলিয়ে যেতে পারে বিশ্বের অনেক অঞ্চল।

চলতি মাসের ৭ তারিখে অ্যান্টার্কটিকার পেনিসুলা উপদ্বীপে সর্বোচ্চ ১৮ দশমিক ৩ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করা হয়। আর চলতি বছরের জানুয়ারিতে অ্যান্টার্কটিকায় জানুয়ারি মাসের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়।

জাতিসংঘের বিশ্ব আবহাওয়া বিভাগের (ডব্লিউএমও) তথ্য মতে, গত ৫০ বছরে অ্যান্টার্কটিকা মহাদেশে তাপমাত্রা বেড়েছে ৩ ডিগ্রি সেলসিয়াস। আর এই সময়ের মধ্যে মহাদেশটির পশ্চিম উপকূলের ৮৭ শতাংশ বরফ গলে গেছে। এছাড়া গত বার বছরে বিশ্ব উষ্ণায়নের কারণে হিমবাহগুলো অতিরিক্ত পরিমাণে গলছে বলে সতর্ক করেছে ডব্লিউএমও।

ad

পাঠকের মতামত