310579

ইরানে ১৫০ যাত্রী নিয়ে বিমান ছিটকে পড়ল মহাসড়কে (ভিডিও)

ইরানের একটি যাত্রীবাহী বিমান অবতরণ করতে গিয়ে রানওয়ের পাশে একটি মহাসড়কে ছিটকে পড়েছে। তবে বিমানটির ১৫০ জন যাত্রী অক্ষত রয়েছে বলে বার্তা সংস্থা এপি জানিয়েছে।

দ্রুত অবতরণের সময় ল্যান্ডিং গিয়ার নিয়ন্ত্রণ হারালেও বড় ধরনের দুর্ঘটনা থেকে রেহাই পায় ম্যাকডোনাল্ড ডগলাস এমডি-৮৩ ফ্লাইটটি।সোমবার স্থানীয় সময় সকাল ৭.৩৫টায় তেলসমৃদ্ধ দক্ষিণ-পশ্চিম খুজেস্তান প্রদেশের মাহশাহর শহরে এই ঘটনা ঘটে।

ইরানের রাষ্ট্রীয় টিভি চ্যানেলে এক ফুটেজে দেখা যাচ্ছে, যাত্রীরা লাগেজ নিয়ে শান্তভাবে বিমানের দরজা দিয়ে ও ভেঙ্গে পড়া ডানা বেয়ে বের হয়ে আসছে।

ব্যস্ততম রাস্তায় বিমানটি ঘিরে বেশ ভিড় লক্ষ্য করা গেছে। যাত্রীদের নেমে আসতেও সাহায্য করছে মানুষ।ভিডিওতে একজন পুরুষ যাত্রী বলেন, ‘আমরা দুর্ঘটনায় পড়েছি। কিন্তু আমরা অক্ষত। আমার হাত কাঁপছে।’

চলতি মাসেই ইরানি জেনারেল কাসেম সোলেইমানির হত্যার প্রতিশোধ নিতে গিয়ে ভুলবশত ইউক্রেনের একটি বিমান ভূপাতিত করে ইরান। এতে ১৭৬ জন যাত্রীর সবাই নিহত হন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে সোলেইমানিকে হত্যা করে মার্কিন বাহিনী।

ad

পাঠকের মতামত