310395

এবার লুঙ্গি পড়ে আলোচনায় ড্যাফোডিলের শিক্ষার্থীরা

এবার লুঙ্গি পড়ে আলোচনায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে লুঙ্গি পরে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গেছে ডিআইইউ’র শিক্ষার্থীদের। গতকাল বৃহস্পতিবার চার দিনব্যাপী অনুষ্ঠানের দ্বিতীয় দিনে আশুলিয়ায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে লুঙ্গি পরেন তারা।

জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর দ্বিতীয় দিনে সামাজিক বিজ্ঞান অনুষদের অনুষ্ঠান ছিল। এই অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা লুঙ্গি পরেন। লুঙ্গি পরে তারা স্টেজ পারফরমেন্সেও অংশ নেন।

এর আগে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) কৃষি বিভাগের শিক্ষার্থীরা লুঙ্গি এবং শাড়ি পরে ক্লাস করে আলোচনায় আসে শিক্ষার্থীরা।নোবিপ্রবি’র কৃষি বিভাগের ২০১৫-১৬ বর্ষের শিক্ষার্থীরা ক্লাসে ব্যতিক্রমধর্মী পোশাক পরেন।

শুধু নোবিপ্রবিই নয় নিজেদের শেষ ক্লাসে ভিন্নধর্মী পোশাক পরে আলোচনায় এসেছিলেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) কম্পিউটার প্রকৌশল বিভাগের ১৫ ব্যাচের শিক্ষার্থীরা। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে নানা ধরণের মন্তব্য করেন।

ad

পাঠকের মতামত