309771

ভেজালের দেশে এবার লবঙ্গের মধ্যে স্ক্রু!

ভয়াবহ এক ধ্বংসের মুখে চলেছে বাংলাদেশ! নিত্যপ্রয়োজনীয় দ্রব্য, খাদ্রসামগ্রী থেকে শুরু করে জীবন রক্ষাকারী ওষুধেও পর্যন্ত মেশানো হচ্ছে ভেজাল। এর ফলে ক্যান্সার, কিডনি রোগ সহ মারাত্মক সব অসুস্থতায় আক্রান্ত হচ্ছে মানুষ। প্রায় ঘরে ঘরে এখন ক্যান্সার রোগী পাওয়া যায়। ভেজালের দেশে এবার দেখা গেল লবঙ্গের মাঝে লোহার স্ক্রু!

পারভেজ বাবুল নামের একজন এনজিওকর্মী সোশ্যাল সাইটে নিজের সেই ভয়ানক অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন। তার পোস্ট করা ছবিতে দেখা গেছে, কাগজে প্যাকেট করা লবঙ্গের মাঝে লোহার স্ক্রু! এর সাইজ অনেকটা লবঙ্গের মতোই। তাই খুব ভালো করে খেয়াল না করলে সেই স্ক্রু খাবারের সঙ্গে নিশ্চিতভাবেই চলে যাবে পেটে!

ওই ব্যক্তি লিখেছেন, ‘লবঙ্গতে লোহা! আজ সকালে কয়েকটা লবঙ্গ মুখে দিয়েছি। একটা খুব শক্ত মনে হলো। যতোই চিবোই ভাঙেনা! মুখ থেকে বের করে দেখি লবঙ্গ না লোহা/ স্ক্রু চিবুচ্ছি! দেখতে ঠিক লবঙ্গের মতোই। হায়রে কপাল-লবংগতেও ভেজাল!’

ad

পাঠকের মতামত