309745

মুসলিম দেশগুলোর মধ্যে বৈজ্ঞানিক গবেষণার শতকরা ২২ভাগ ইরানে হয়

আন্তর্জাতিক ডেস্কঃ মুসলিম দেশগুলোর মধ্যে ইসলামি প্রজাতন্ত্র ইরান একাই শতকরা ২২ ভাগ বৈজ্ঞানিক গবেষণাপত্র প্রকাশ করছে। এ কথা জানিয়েছেন ইরানের স্বাস্থ্য ও চিকিৎসা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা রেজা মালেকযাদেহ।

রাজধানী তেহরানে আয়োজিত ২৫তম চিকিৎসাবিজ্ঞান গবেষণা ফেস্টিভ্যালে দেয়া বক্তৃতায় তিনি বলেন, মার্কিন নিষেধাজ্ঞা এবং অর্থনৈতিক সংকট সত্ত্বেও ইরানের বিজ্ঞানীরা রেকর্ডসংখ্যক গবেষণা প্রবন্ধ প্রকাশ করেছেন। এটি বিজ্ঞান গবেষণার ক্ষেত্রে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি বলে তিনি মন্তব্য।

রেজা মালেকযাদেহ বলেন, ইরান বর্তমানে পশ্চিম এশিয়া ও উত্তর আফ্রিকার দেশগুলোর মধ্যে বিজ্ঞান গবেষণার ক্ষেত্রে শতকরা ৩০ ভাগ প্রবন্ধ প্রকাশ করছে। ইরানের এ কর্মকর্তা জানান, তার দেশ বৈজ্ঞানিক গবেষণার ক্ষেত্রে আন্তর্জাতিক পর্যায়ে ষোড়শ অবস্থানে রয়েছে এবং ডাক্তারি চিকিৎসার ক্ষেত্রেও একই অবস্থান অর্জন করতে সক্ষম হয়েছে।

ad

পাঠকের মতামত