309314

পুলিশের সামনে ইউপি সদস্যকে কোপাল মাদকসেবিরা

নড়াইল প্রতিনিধি
নড়াইলের নড়াগাতিতে মাদক সেবনে বাধা দেওয়ায় পুলিশের সামনে কাবির বিশ্বাস নামে একজন ইউপি সদস্যকে কুপিয়ে আহত করেছে মাদকসেবিরা। এ সময় ঠেকাতে গেলে ইমামুল সিকদার (৩৮), আতাউর সিকদার (৪০) গুরুতর আহত হন।
মঙ্গলবার দুপুরে পুঠিমারি গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ ফেরদৌস নামে একজনকে আটক করেছে। কাবির বিশ্বাস খাশিয়াল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য।

জানা গেছে, নড়াগাতি থানার খাশিয়াল ইউনিয়নের পুঠিমারি গ্রামের শাহাজান শেখের ছেলে সাইফুল শেখ (৩০), মাখন শেখের ছেলে হৃদয় শেখ (৩২), হায়দার শেখের ছেলে ছবির শেখ দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসাসহ সেবন করে আসছিলো। তারা খাশিয়াল গ্রামের হিমায়েত শিকদারের বাড়ির একটি ঘরে জোর পূর্বক প্রবেশ করে নেশা করতো।

মঙ্গলবার দুপুরে তারা হিমায়েত শিকদারের ঘরে প্রবেশ করতে গেলে প্রতিবেশি পুঠিমারি গ্রামের মুনছুর শিকদারের ছেলে আতাউর শিকদার বাধা দেয়। এ সময় মাদকসেবিরা ক্ষিপ্ত হয়ে তাকে মারপিট করে চলে যায়। আতাউর পুলিশে খবর দিলে পুলিশ এলাকায় আসে। এর কিছু সময় পর ওই মাদকসেবিরা সংঘবদ্ধ হয়ে আতাউরের ওপর পুনরায় হামলা করতে গেলে খাশিয়াল ইউপি সদস্য কাবির বিশ্বাস, ইমামুল শিকদার বাধা দেয়। মাদকসেবিরা পুলিশের সামনে দুজনকে ধারালো অস্ত্রদিয়ে কুপিয়ে আহত করে। আহত দুজনকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা সেবার পর খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আলমগীর কবির বলেন, নেশা সংক্রান্ত ঘটনায় ওই মারামারির ঘটনা ঘটেছে। এ ব্যাপারে ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে পাকুড়িয়া গ্রামের দুলাল শেখের ছেলে ফেরদৌস শেখকে আটক করা হয়েছে। তবে পুলিশের উপস্থিতিতে ইউপি সদস্যকে মারপিট করার বিষয়টি অস্বীকার করেন।

ad

পাঠকের মতামত