309197

এবার মিজানুর রহমান আজহারীর মাহফিলে মুসলমান হলেন হিন্দু নারী

নরসিংদী জামেয়া কাসেমিয়া মাদ্রাসা ময়দানে বাধা সত্ত্বেও ডক্টর মিজানুর রহমান আজহারীর মাহফিলে গতকাল শনিবার (৪ জানুয়ারি) সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। মাহফিলে বিকেল থেকেই নামে লাখো মানুষের ঢল। রাত ১০টায় তিনি জনসমুদ্রের ভিড় ঠেলে পুলিশের পারারায় মঞ্চে ওঠেন।

এ সময় মাঠে জায়গায় না হওয়ায় আশপাশের এলাকায় অবস্থান করে আজহারীর ওয়াজ শুনতে আশা বিভিন্ন বয়সের মানুষ। মাহফিলের নিরাপত্তার দায়িত্বে ছিলেন আড়াই শতাধিক পুলিশ সদস্য। আজহারীর বয়ান চলাকালে ওসিসহ অনেক পুলিশ কর্মকর্তা মঞ্চে উপস্থিত ছিলেন।

মাহফিলে প্রধান বক্তা মিজানুর রহমান আজহারী নেতৃত্বের গুণাবলী কোরআন হাদীসের আলোকে তুলে ধরেন। মিজানুর রহমান আজহারীর এই মাহফিলে মুসলমান হলেন হিন্দু নারী।

মুসলমান হওয়ার আগে ওই নারীর নাম ছিল দিশাকা দাশ পুজা। এদিন আজহারীর ভরা মাহফিলে ‘আল্লাহ্‌ এক ও অদ্বিতীয়’ বলে তিনি সাক্ষ্য দেন। পরে আজহারী দোয়ার মাধ্যমে রাত সাড়ে ১১টার দিকে মাহফিল সমাপ্ত করেন।

এর আগে, গত ২০ ডিসেম্বর নরসিংদীর বীরপুরে মাহফিলে মিজানুর রহমান আজহারীর উপস্থিত থাকার কথা ছিলো। কিন্তু সুন্নী আন্দোলনের মানববন্ধনে প্রশাসনের অনুমতি না পাওয়ায় তিনি আসতে পারেননি।

ad

পাঠকের মতামত