309156

ছয় বলে ছয় ছক্কা মেরে রাতারাতি নায়ক হয়ে গেলেন কার্টার

স্পোর্টস ডেস্কঃ নিউজিল্যান্ডের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টে ওভারে ৬ ছক্কা মারলেন হার্ডহিটার লিও কার্টার। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে এ কীর্তি গড়লেন তিনি।

রবিবারের ম্যাচ ছিল ক্যান্টারবারি কিংস বনাম নর্দার্ন নাইটস-এর। প্রথমে ব্যাট করে ২০ ওভারে নাইটসরা করে ২১৯ রান। রান তাড়া করতে নেমে ক্যান্টারবারি কিংসের ব্যাটসম্যান লিও কার্টার ব্যাট হাতে ঝড় তোলেন। ম্যাচের শেষ পাঁচ ওভারে ৩০ বলে ৬৪ রান দরকার ছিল ক্যান্টারবারির।

আন্তন দেভচিচের ওভারে কার্টার ছ’টি ছক্কা মারেন। তাঁর ওই রকম মারের জন্য হাতের বাইরে বেরিয়ে যেতে থাকা ম্যাচ সাত বল বাকি থাকতেই জিতে নেয় ক্যান্টারবারি। কার্টার ২৯ বলে ৭০ রানে অপরাজিত থেকে যান।

এর আগে ভারতের যুবরাজ সিং ছাড়াও টোয়েন্টিতে ছ’টি ছক্কা মারেন আফগানিস্তানের জাজাই ও ইংল্যান্ডের হুইটলি।

ইয়র্কশায়ারের কার্ল ক্রেভারের ছ’টি বলে ছ’টি ছক্কা মেরেছিলেন উরস্টারশায়ারের রস হুইটলি। আফগানিস্তান প্রিমিয়ার লিগে আবদুল্লাহ মাজারির ছয় বলে ছয় ছক্কা মেরেছিলেন জাজাই। যুবি নজির গড়েছিলেন দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত টি টোয়েন্টি বিশ্বকাপে। তাঁদের আগে অবশ্য ওয়েস্ট ইন্ডিজ তারকা অলরাউন্ডার গ্যারি সোবার্স কাউন্টি ক্রিকেটে ছ’টি ছক্কার মালিক হয়েছিলেন।

গ্ল্যামারগনের ম্যালকম ন্যাশের ছয় বলে ছ’টি ছক্কা মেরেছিলেন নটিংহ্যামশায়ারের সোবার্স। বরোদার বাঁ হাতি স্পিনার তিলক রাজের এক ওভারে ছ’টি ছক্কা মেরেছিলেন রবি শাস্ত্রী। ২০০৭ সালের বিশ্বকাপে নেদারল্যান্ডসের ড্যান ফন বাঞ্জকে এক ওভারে ছ’টি ছক্কা মেরেছিলেন দক্ষিণ আফ্রিকার হার্শেল গিবস।

ভিডিওটি দেখুন এখানে

ad

পাঠকের মতামত