309178

কে কে আপনার ফেসবুক প্রোফাইল দেখছে, জানবেন যেভাবে

বর্তমানে জনপ্রিয়তার শীর্ষে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। কিশোর-তরুণ-যুবক-বৃদ্ধ প্রায় সব বয়সের মানুষেরই রয়েছে ফেসবুক অ্যাকাউন্ট। সবারই জানার আগ্রহ থাকে কে কে দেখছে তার প্রোফাইল।

কয়েকটা সহজ স্টেপ ফলো করে জেনে নিন ফেসবুকে আপনার প্রোফাইল সম্প্রতি কারা ভিজিট করেছেন…

১। প্রথমে ফেসবুকে লগইন করুন।

২। টাইমলাইনে রাইট ক্লিক করুন। ‘view page source’ সিলেক্ট করুন।

৩। কোডে ভরা একটা পেজ খুলবে। বিভ্রান্ত হবেন না। আপনি ঠিক পথেই এগোচ্ছেন।

৪। কিবোর্ডে CTRL+F প্রেস করুন।

৫। পেজের ডান দিকে যে সার্চ বক্স খুলবে সেখানে টাইপ করুন InitialChatFriendsList।

৬। InitialChatFriendsList-এর পাশে নম্বরের একটা তালিকা দেখতে পাবেন।

৭। যারা আপনার টাইমলাইন ভিজিট করেছেন, তাদের আইডি-র তালিকা আসবে।

৮। এরাই যে আপনার টাইমলাইন ভিজিট করেছে, তা নিশ্চিত করতে অ্যাড্রেস বারে টাইপ করুন: facebook.com/তারপরে আইডি। এন্টার মারলেই আপনার ভিজিটরের পেজে ল্যান্ড করবেন।

ad

পাঠকের মতামত