309018

দেশের বিভিন্ন জেলায় মুষলধারে বৃষ্টি ঝরছে

শুক্রবার ভোর থেকেই বৃষ্টিতে বেড়েছে শীতের তীব্রতা। এতে বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ।

কুড়িগ্রাম:-
উত্তরের জেলা কুড়িগ্রামে বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাত থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। শুক্রবার সকালে তা কিছুটা বাড়ে। এতে সাধারণ মানুষের জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। শীতের তীব্রতা বাড়ায় সবচেয়ে বেশি বিপাকে পড়েন নিম্ন আয়ের মানুষজন।

বাগেরহাট:-
বাগেরহাটে শুক্রবার সকাল থেকেই মুষলধারে বৃষ্টি হচ্ছে। ফলে উপকূল জুড়ে জনজীবনে নেমে এসেছে বিপর্যয়। উপকূল এলাকা জুড়ে বৈরী আবহাওয়ায় স্থানীয়দের মাঝে আতঙ্ক সৃষ্টি হয়েছে।

সিরাজগঞ্জ:-
সিরাজগঞ্জ সকাল থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। এতে শীত বাড়ায় জনজীবনে নেমে এসেছে বিপর্যয়। ছুটির দিন হওয়ায় বেশিরভাগ মানুষ ঘর থেকে বের হয়নি।

রংপুর:-
উত্তরের জেলা রংপুরে বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাত থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। শুক্রবার সকালে তা কিছুটা বাড়ে। এতে সাধারণ মানুষের জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। শীতের তীব্রতা বাড়ায় সবচেয়ে বেশি বিপাকে পড়েন নিম্ন আয়ের মানুষজন।

এছাড়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহসহ দেশের বিভিন্ন জেলায় সকাল থেকে বৃষ্টি অব্যাহত আছে।

ad

পাঠকের মতামত