308912

ভুলে আবর্জনায় ফেলে গেলেন ১৪ লাখ টাকা!

মৃত আত্মীয়ের বাড়িতে সাফাইয়ের কাজ করছিলেন এক দম্পতি। খালি বাসায় কিছু নেই ভেবে সেখান থেকে কিছু পুরনো বাক্স রিসাইকেল সেন্টারে দিয়ে চলে আসেন সেই দম্পতি। রিসাইকেল সেন্টারের কর্মী সেগুলো মেশিনে তোলার আগে খুলে দেখেন। বাক্স খুলে তারা দেখেন বাক্সের মধ্যে রয়েছে ১৫ হাজার ইউরো, যা বাংলাদেশী মুদ্রায় প্রায় ১৪ লাখ টাকা! ঘটনাটি ঘটেছে ইংল্যান্ডের বার্নহ্যাম সৈকত এলাকায়।

চাইলে হয়তো সেই কর্মী সেগুলো পকেটস্থ করে নিজে আত্মসাধ করতে পারতেন, কিন্তু তা না করে সেগুলো গচ্ছিত রেখে স্থানীয় অ্যাভন অ্যান্ড সামারসেট থানায় খবর দেন। পুলিশ কর্মীরা সেখানে গিয়ে সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখেন। যে গা়ড়িতে করে বাক্সগুলোর রিসাইকেল সেন্টারে পৌঁছে দেয়া হয়েছিল তার নম্বর প্লেট দেখে ওই দম্পতির সঙ্গে যোগাযোগ করে পুলিশ। তাদের জানানো হয় বিষয়টি। নাম প্রকাশে অনিচ্ছুক ওই দম্পতি জানিয়েছেন, যে বাড়ি থেকে তারা বাক্সগুলো পেয়েছিলেন, তার মালিক প্রায়ই এমন উল্টোপাল্টা জায়গায় টাকা পয়সা লুকিয়ে রাখতেন। এ পুরনো, বাতিল বাক্সগুলোতে জিনিসপত্রের নিচে লুকিয়ে রেখেছিলেন এই বড় পরিমাণের অর্থ। এমনকি তারা জানতেও না এই আত্মীয়ের কাছে এত টাকা ছিল। পুলিশ প্রাথমিক তদন্ত করার পর ওই টাকা দম্পতির হাতে তুলে দেয়। সেই সঙ্গে রিসাইকেল সেন্টারের কর্মীরও প্রশংসা করেছেন সততার জন্য। আর জনগণকে সচেতন করেছেন-এমন আবর্জনা, পুরনো জিনিস ফেলার আগে একবার অন্তত দেখে নেয়া, দামি কিছু রয়ে গেল কিনা।

ad

পাঠকের মতামত