307044

সৌদি থেকে নির্যাতিত কিশোরীকে ফেরাতে ওসিকে মন্ত্রীর চিঠি

নির্যাতিত সুনামগঞ্জের জগন্নাথপুরের সেই কিশোরীকে সৌদি আরব থেকে ফিরিয়ে আনতে জগন্নাথপুর থানার ওসিকে স্থানীয় সংসদ সদস্য ও পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান চিঠি দিয়েছেন। রোববার (৮ ডিসেম্বর) ওসিকে তিনি এ চিঠি পাঠান। মঙ্গলবার (১০ ডিসেম্বর) জগন্নাথপুর থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, সৌদি আরবে জগন্নাথপুরের এক কিশোরীকে আটকে নির্যাতনের সংবাদ গণমাধ্যমে প্রকাশ হওয়ার পর প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাদের সঙ্গে যোগাযোগ করে ওই মেয়ের বিষয়ে খোঁজখবর নেওয়া হয়।

পরে রোববার ওই কিশোরীকে দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়ে চিঠি পাঠান পরিকল্পনামন্ত্রী। তিনি বলেন, তারা মেয়েটিকে ফিরিয়ে আনার কাজ শুরু করেছেন। যে দালালের মাধ্যমে ওই কিশোরী সৌদিতে গিয়েছিল, তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। এর আগে জগন্নাথপুর এলাকার জগলু মিয়ার মেয়ে ফারহানা বেগমকে (১৫) সৌদি আরবে পাঠায় স্থানীয় দালাল লিলু মিয়া। ১৫ দিন আগে ফারহানা মোবাইলে তার মাকে জানায়, সে খুবই বিপদে আছে, তাকে যেন দালালের মাধ্যমে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়। এ কথা বলে মেয়েটি কান্নায় ভেঙে পড়েন। এক পর্যায়ে ফোনের লাইন কেটে যায়। ঘটনার পর কিশোরীর মা রাজিয়া বেগম দালাল লিলু মিয়াকে জানালে সে ২৫ হাজার টাকা দাবি করে। পরে গত ৭ ডিসেম্বর জগন্নাথপুর থানায় লিলু মিয়ার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ওই কিশোরীর মা।

ad

পাঠকের মতামত