306942

অধিনায়কত্ব ও মাতৃত্ব; দুই দায়িত্বকে একসূত্রে বাঁধলেন ‘মা’ খেলোয়াড়

কথায় আছে মায়ের কোলেই সন্তানের সব সুখ। আর একজন মা তার সন্তানের জন্য বাজি রাখতে পারেন নিজের জীবনকে। যার প্রকৃষ্ট উদাহরণের সাক্ষী রইল মিজোরাম স্টেট গেমস ২০১৯। মিজোরাম স্টেট গেমসে ভলিবল ম্যাচের মাঝেই সাত মাসের সন্তানকে স্তনদুগ্ধ পান করিয়ে শিরোনামে তাইকুম নারী ভলিবল দলের সদস্যা লালভেন্তলুয়াংগি ওরফে ভেনি।

মিজোরাম স্টেট গেমসের উদ্ধোধনী দিনে তুইকুম ভলিবল দলের অধিনায়ক ভেনি ম্যাচের বিরতির সময় কোর্টের বাইরে এসে তার সাত মাসের সন্তানকে স্তন্যপান করিয়ে আবার ম্যাচে ফেরেন। মাঠের বাইরের এই দায়িত্ব মাঠের ভেতরের পারফরমেন্সে প্রভাব ফেলেনি। তার নেতৃত্বে সেই ম্যাচে জয়ও তুলে নেয় তুইকুম।

একদিকে খেলোয়াড়ি মনোভাব অন্যদিকে মাতৃত্বের গুরুদায়িত্ব। দুটো ক্ষেত্রেই তার নিষ্ঠা এবং একাগ্রতাকে তারিফ করে অভিনন্দনের ঝড় ওঠে সোশ্যাল মিডিয়াতে। চোখ এড়ায়নি মিজোরামের ক্রীড়ামন্ত্রী রবার্ট রয়তের। ভেনির এই নিষ্ঠার প্রশংসা করে দশ হাজার টাকা পুরস্কারের ঘোষণা করেন তিনি।

ad

পাঠকের মতামত