306628

কাজ দিয়েই বেঁচে থাকতে চাই: তাহসান

সংগীত, মডেল কিংবা অভিনয়ে বেশ জনপ্রিয়তা পেয়েছেন তাহসান খান। সম্প্রতি তার শততম কাজের সেলিব্রেটও করেন। তাহসান খানের শততম নাটক ছিল ‘কল্পতরু’। শততম এই নাটকের ইউটিউব লিংক সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে লেখেন, ‘কাজ দিয়েই বেঁচে থাকতে চাই।’

মাবরুর রশিদ বান্নাহ্ পরিচালিত এই নাটকে তাহসানের সঙ্গে অভিনয় করেছেন শাইলা সাবি। মাসুদ উল হাসানের সার্বিক তত্ত্বাবধানে নাটকটি প্রযোজনা করেছেন আকবর হায়দার মুন্না। ভক্তদের পাঠানো গল্প নিয়ে নির্মিত হয়েছে এই একক নাটক।

১৯৯৮ সালে ‘ব্ল্যাক’ ব্যান্ডদল গঠনের মধ্য দিয়ে শোবিজ অঙ্গনে পা রাখেন তাহসান। এরপর ২০০৩ সালে আফসানা মিমির ‘অফবিট’ ছোট পর্দায় পা রাখেন তাহসান। চলচ্চিত্র ‘যদি একদিন’ দিয়ে বড় পর্দায় অভিনয় করেন তিনি। মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত এ চলচ্চিত্রে ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জির সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন তিনি।

ad

পাঠকের মতামত