306579

ভুটানকে ১০ উইকেটে হারালো সৌম্যরা

সাউথ এশিয়ান গেমসের (এসএ) ১৩তম আসরে পুরুষ ক্রিকেট টি-টোয়েন্টিতে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভুটানকে ১০ উইকেটে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল।
ভুটান ২০ ওভার ব্যাট করে ৭০ রানের টার্গেট দেয় সৌম্য-শান্তদের। সৌম্যর ঝড়ো ব্যাটিংয়ে তা মাত্র ৬.৫ ওভারেই জয় চলে আসে। শুক্রবার কীর্তিপুর ত্রিভুবন ইউনিভার্সিটি আন্তর্জাতিক ক্রিকেট গ্রাউন্ডে টসে জিতে ব্যাটিংয়ে নামে ভুটান। দুই ওপেনার তেনজিন ওয়াংচুক জুনিয়র (১৫) ও জিগমে ডঙ্গি (১২) শুরুটা ভাল করলেও টাইগারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৬৯ রান সংগ্রহ করে থিনলে জামৎসুর দল। দলীয় ২৩ রানে ওয়াংচুক বিদায় নেওয়ার পর ভুটানের হয়ে আর কেউ বড় ইনিংস খেলতে পারেনি। কেবল জিগমে সিংগে (১৩) দুই অংকের ঘর ছুঁতে পারে।
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২ উইকেটে নিয়েছেন মানিক খান। একটি করে উইকেট নিয়েছেন মেহেদী হাসান রানা, তানভীর ইসলাম, মিনহাজুল আবেদীন আফ্রিদি ও সৌম্য।
মামুলি রান তাড়া করতে নেমে জয়ের জন্য কোনো বেগ পেতে হয়নি বাংলাদেশকে।

ওপেনিং জুটিতেই ৭৪ রান করে দলকে জয় এনে দেন সৌম্য ও মোহাম্মদ নাঈম। সৌম্যের ২৮ বলে ৫০ রানের ইনিংসটি সাজানো ছিল ৫ চার ও ৩ ছক্কায়। নাঈম অপরাজিত ছিলেন ১৬ রানে।

ad

পাঠকের মতামত