306561

বাংলাদেশ-ভারত ম্যাচে দর্শক কেন বেশি হয়েছিল? সৌরভের ব্যাখ্যা

স্পোর্টস ডেস্ক :: ভারতের কলকাতার ঐতিহ্যবাহী ইডেন গার্ডেন্সে এশিয়ার প্রথম দিবা-রাত্রির টেস্টে প্রচুর দর্শক সমাগম হয়। বাংলাদেশ-ভারত ম্যাচে পুরো ইডেন গার্ডেন্স ছিল দর্শকে টইটুম্বর।
ইডেনে টেস্ট ম্যাচে প্রচুর দর্শক সমাগম নিয়ে সৌরভ গাঙ্গুলী বলেন, ইডেন গার্ডেন্সে এত লোক দেখে আমি সত্যি অবাক হয়েছি। আসলে দিন-রাতের টেস্ট দেখার জন্য মানুষের হাতে সময় ছিল যে কারণে টিভিতে খেলা না দেখে ক্রিকেটপ্রেমিরা মাঠে চলে এসেছিলেন।
ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলী আরও বলেন, দিনে টেস্ট হলে ইডেনে কিন্তু প্রতিদিন ৭০ হাজার দর্শক হত না। কারণ খেলা শুরু হয় সকাল সাড়ে ৯টা থেকে। সেখানে দিন-রাতের টেস্ট শুরু হয়েছে দুপুর দেড়টা থেকে। তাই দর্শক সমাগম বেশি হয়েছে।
প্রথম দিবা-রাত্রির টেস্টে দর্শকসমাগমে মুগ্ধ সৌরভ চান প্রতি সিরিজেই ভারত যেন একটি করে দিন–রাতের টেস্ট খেলে।
এ ব্যাপারে ভারতের সাবেক সফল অধিনায়ক সৌরভ বলেন, প্রতিটি সিরিজে একটি করে দিবা-রাত্রির টেস্ট রাখার চেষ্টা করব। আমার বিশ্বাস বিরাট কোহলিরা এতে রাজি হবে। আমাদের এখন টেস্ট ক্রিকেটের যথাযথ মার্কেটিং করতে হবে। কারণ সকালে টেস্ট দেখার সময় মানুষের হাতে নেই।

ad

পাঠকের মতামত