306262

স্বর্ণ জয়ের মিশনে সালমাদের প্রথম জয়

স্পোর্টস ডেস্কঃ এসএ গেমসে জয়ে স্বর্ণ জয়ের মিশন শুরু করল বাংলাদেশ নারী ক্রিকেট দল। নিজেদের প্রথম ম্যাচে শ্রীলংকাকে ৭ উইকেটে হারিয়ে শুভসূচনা করেছে তারা।

টস জিতে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১২২ রান করেন লংকানরা। ওপেনার উমেষা থিমাসিনি ৪৯ বলে ৫ চার ও ৪ ছক্কায় করেন সর্বোচ্চ ৫৬ রান। ওয়ানডাউনে নামা দলপতি হার্শিথা মাধবী ৩০ বলে করেন ৩৩ রান। এরপর কারও ব্যাট থেকেই তেমন রান আসেনি।

বল হাতে বাংলাদেশের হয়ে দারুণ পারফর্ম করেন নাহিদা আক্তার। ৪ ওভারে ৩২ রান খরচায় তুলে নেন ৪ উইকেট। তাকে সমর্থন জোগানো দলীয় অধিনায়ক সালমা খাতুন উইকেট না পেলেও শ্রীলংকা ব্যাটারদের চেপে ধরেন। ৪ ওভারে দেন মাত্র ১৩ রান। পরে ব্যাট হাতে দলকে জয়ের পথ দেখিয়েছেন আয়েশা রহমান, ফারজানা হক ও সানজিদা ইসলাম। এতে ১৮.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে জয় তুলে নেয় বাংলাদেশ। ওপেনার আয়েশা ৩৫ বলে ২ চার ও ১ ছক্কায় ২৯ রান করে বিদায় নেন। ১৮ বলে ২৩ রান করে অপরাজিত থাকেন ফারজানা। অপর প্রান্তে ৪৫ বলে ৮ বাউন্ডারিতে হার না মানা সর্বোচ্চ ৫১ রান করেন সানজিদা। তাদের ব্যাটে আরামসে জয়ের বন্দরে নোঙর করে বাংলাদেশ।

ad

পাঠকের মতামত