306135

ভূমিকম্পে কেঁপে উঠল ভারত-মিয়ানমার

ভূমিকম্পে কেঁপে উঠল ভারত-মিয়ানমার সীমান্ত। সোমবার (২ ডিসেম্বর) ভোর ৬ টা ৪২ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে ভূ-কম্পনের তীব্রতা ছিল ৪.৫। বেশিরভাগ লোকই এই সময় ঘুমাচ্ছিলেন।

যারা জেগে ছিলেন তারা আতঙ্কিত হয়ে পড়েন। তবে ঘটনায় এখনও ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি। এদিকে, বুধবার (২৭ নভেম্বর) ভূমিকম্পের সাক্ষী ছিল গ্রিস। গ্রিসের দক্ষিণাঞ্চলীয় ক্রিট দ্বীপে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছিল।

এর আগে, মঙ্গলবার (২৬ নভেম্বর) আলবেনিয়ায় ভয়াবহ ভূমিকম্প নিহত হন ২৩ জন। ৬.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে আহত হন সে দেশের প্রায় ৬০০ নাগরিক। উল্লেখ্য, এ মাসেই মাঝের দিকে ভূমিকম্পে কেঁপে উঠেছিল উত্তর ভারত। দিল্লির বিস্তীর্ণ অঞ্চলে ব্যাপক কম্পন অনুভূত হয়েছিল।

ad

পাঠকের মতামত