305925

স্মার্টফোনে ধ্বংস হয়ে যাচ্ছে যুবসমাজ: গবেষণা

তরুণদের স্মার্টফোন আসক্তি নিয়ে সম্প্রতি এই উদ্বেগজনক প্রতিবেদন প্রকাশ করে যুক্তরাজ্যভিত্তিক একটি গবেষণা প্রতিষ্ঠান।

গবেষণায় মনোবিদরা বলছেন, বিশ্বের এক চতুর্থাংশ তরুণ স্মার্টফোনের প্রতি এতটাই নির্ভরশীল যে ফোন হাতে না থাকলে তারা রীতিমতো অস্থির হয়ে ওঠেন। আর ফোন হাতে থাকলে তারা সময়জ্ঞান হারিয়ে ফেলেন। ৪২ হাজার তরুণ-তরুণীর উপর চালানো এই গবেষণায় বলা হয়, এধরনের আসক্তি মানসিক স্বাস্থ্যের জন্য মারাত্মক পরিণতি বয়ে আনবে। ইয়ন

জরিপে অংশ নেয়া ২৩ শতাংশ তরুণ তাদের ফোনে অতিশয় আসক্ত। কিছুক্ষনের জন্য তাদের কাছ থেকে ফোন ছিনিয়ে নেয়া হলে তাদের মাঝে উদ্বেগ-অস্থিরতা পরিলক্ষিত হয়। এধরনের আসক্তি তাদের দৈনন্দিন কাজেও ব্যাঘাত ঘটাচ্ছে।

গবেষণা বলছে, এধরনের আসক্তি তরুণদের মানসিক অবসাদ, নিদ্রাহীনতা এবং বিদ্যালয়ের খারাপ ফলাফলের জন্যও দায়ী। এ থেকে উত্তরণে জনসচেতনতার পাশাপাশি ছেলেমেয়েরা ফোনের পেছনে দৈনিক কতটা সময় ব্যয় করছে তাও নিয়মিত নজরদারি করার পরামর্শ দিচ্ছে গবেষণা প্রতিবেদন।

ad

পাঠকের মতামত