305592

হাত-পায়ে ৩২ আঙুল, গ্রামবাসীর বলছে ডাইনি!

পলিড্যাকটিলি নামের এক অদ্ভুত রোগ রয়েছে। এই রোগে আক্রান্ত হলে হাত ও পায়ের আঙ্গুলের সংখ্যা বেড়ে যায়। এমনই এক রোগী ভারতের ওড়িষ্যার কুমারী গঞ্জা। তিনি জন্মের সময়ই পায়ে ২০টি ও হাতে ১২টি আঙ্গুল নিয়ে জন্মেছেন। জন্ম থেকেই তার গ্রামের লোকজন তাকে ডাইনী বলে ডাকে। তিনি আক্ষেপ করে বলেন, তার জন্মের জন্য তো তিনি দায়ী নন! আজন্ম তিনি এ রকমই, অস্বাভাবিক। প্রকৃতির খেয়ালে এবং অর্থাভাবে তিনি নিজের বিকৃত শরীর স্বাভাবিক করতে কোনও ব্যবস্থাও নিতে পারেননি। তার জন্য তাকে এভাবে ডাইনি অপবাদ শুনতে হবে! নিজেকে সবার চোখের আড়ালে রাখতে তাই বেশির ভাগ সময় গৃহবন্দি হয়ে থাকেন তিনি।

ad

পাঠকের মতামত