305610

ইসলাম বিদ্বেষীদের কুরআন পোড়ানো ঠেকাল ইলিয়াস

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে একটি ভিডিও। তাতে দেখা যায়, একদল উন্মত্ত মানুষ পবিত্র কোরানের একটি কপি আগুনে পোড়ানোর চেষ্টা করছেন। কোরানের কপিটি আগুন থেকে বাঁচাতে প্রাণ হাতে নিয়ে ঝাঁপিয়ে পড়েন ইলিয়াস নামের এক যুবক। ঘটনাটি ঘটেছে নরওয়েতে।

নরওয়ের ক্রিস্টয়ানস্যান্ড শহরে লার্স থর্সেন নামের এক ব্যক্তির নেতৃত্বে স্টপ ইসলামিজেশন অব নরওয়ে (এসআইএএন) এর ব্যানারে একটি র‌্যালি বের হয়। এই র‌্যালিতে অংশগ্রহণকারীরা স্থানীয় পুলিশের সতর্কতার তোয়াক্কা না করে মুসলিমদের পবিত্র গ্রন্থ কুরআনের কপিটি পোড়ানোর চেষ্টা করে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট হওয়া ভিডিওতে ইলিয়াসকে পবিত্র কুরআনের কপিটি পোড়ানো ঠেকাতে তাদের ওপর ঝাঁপিয়ে পড়তে দেখা যায়। একপর্যায়ে এসআইএএনের নেতা থর্সেন এবং তার হামলাকারীদের পুলিশের হেফাজতে নেয়া হলে র‌্যালিটি সহিংস হয়ে যায়।

ad

পাঠকের মতামত