305518

ব্রাহ্মণবাড়িয়ায় নবজাতককে নিয়ে কৌতুহলের সৃষ্টি!

ব্রাহ্মণবাড়িয়ায় এক নবজাতককে নেয় ব্যাপক কৌতুহলের সৃষ্টি হয়েছে। রবিবার (২৪ নভেম্বর) দুপুরে জেলা সদর হাসপাতালে সিজারিয়ানের মাধ্যমে শহরের পাইক পাড়া এলাকার প্রসূতি দ্বিপ্তী দাসের এক কন্যা শিশু ভূমিষ্ঠ হয়। কিন্তু দ্বিপ্তী দাস দবি করেন এ শিশু সন্তান তার নয়। আর এ নিয়েই ধূম্রজালের সৃষ্টি হয় এলাকায়।

এ স্বজনরা জানান, আল্ট্রাসনোগ্রাফি করা হলে প্রতিবারই দ্বিপ্তীর গর্ভে ছেলে সন্তান আছে বলে জানানো হয়। এ কারণে তারা বিষয়টি মেনে নিতে না পেরে উত্তেজিত হয়ে পরে। এ সময় তারা প্রায় আধাঘণ্টা আগে সুহিলপুর এলাকার শাহ আলমের স্ত্রী তামান্না বেগমের সিজারিয়ানের মাধ্যমে জন্ম নেয়া ছেলে শিশুকে নিজেদের বলে দাবি করেন।

এ ব্যাপারে সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. মো. শওকত হোসেন জানান, সিরিয়ালের প্রথমে তামান্না বেগমের সিজারিয়ান হয়। তখন তিনি একটি ছেলে সন্তানের জন্ম দেন। তার আধাঘণ্টা পর সিজারিয়ানের মাধ্যমে দ্বিপ্তী দাসের একটি কন্যা সন্তান হয়েছে বলে সংশ্লিষ্ট চিকিৎসকরা আমাকে নিশ্চিত করেছেন। তারপরও কোন সন্দেহ থাকলে দ্বিপ্তীর পরিবারকে ডিএনএ পরীক্ষার পরামর্শ দেয়া হয়।

ad

পাঠকের মতামত