305122

ধনে পাতার কেজি ৫০০ টাকা!

পেঁয়াজের বাজারে আগুন লেগেছিল আগেই। পেঁয়াজ ছাড়িয়েছে ২০০ টাকার কোটা। এবার পেঁয়াজের চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে ধনেপাতা, হঠাৎই ধনেপাতার দর উঠে গেছে প্রতিকেজি ৫০০ টাকায়। পটুয়াখালির কলাপাড়া পৌর মার্কেটের ব্যবসায়ীরা জানিয়েছেন, ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে ক্ষেত ক্ষতিগ্রস্ত হওয়ায় রাতারাতি ৫০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে ধনেপাতা।

গৌতম হালদার নামের এক ক্রেতা বলেন, তিনি বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে ২৫০ গ্রাম ধনে পাতা কিনেছেন ১২৫ টাকায়। স্থানীয় বিক্রেতা মো. কাওসার হোসেন বলেন, ‘ঘূর্ণিঝড়ের কারণে খেতের প্রচুর ক্ষতি হয়েছে। এ কারণে ধনে পাতার দাম বেড়েছে। আমরাই ৪০০ টাকার চেয়ে বেশি দামে কিনি। খরচ হিসাব করে ৫০০ টাকা দরে বিক্রি করতে হচ্ছে।’

ad

পাঠকের মতামত