305072

শিশিরের কারণে বাংলাদেশ-ভারত টেস্টের সময় পরিবর্তন

শিশিরের কথা বি‌বেচনা করে কলকাতায় বাংলাদেশ-ভারতের মধ্যকার দিবারাত্রির টেস্ট ম্যাচটি স্থানীয় সময় দুপুর ১টায় শুরু হয়ে রাত ৮ টার মধ্যে শেষ করা হবে। ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) আজ বুধবার ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের সঙ্গে একমত পোষণ করে এই সিদ্ধান্ত জানিয়েছে।

আগামী ২২ নভেম্বর প্রথমবারের মতো দিবারাত্রির টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত। কলকাতার বিখ্যাত ইডেন গার্ডেনে অনুষ্ঠিত হবে ম্যাচটি।

বিসিসিআইয়ের এক কর্মকর্তা জানান, নভেম্বরের শেষ দিক হওয়ায় ম্যাচটি যদি ৮টার পর গড়ায় তাহলে বল শিশিরে ভিজে যাবে। সেই কথা মাথায় রেখেই ম্যাচের সময় নতুন করে বিবেচনায় আনা হয়েছে।

জানা যায়, বিকেল ৩টার মধ্যে প্রথম সেশন শেষ হবে। দ্বিতীয় সেশন শুরু হবে বিকেল ৩টা ৪০ মিনিটে। এটা চলবে বিকেল ৫টা ৪০ মিনিট পর্যন্ত। শেষ সেশন শুরু হবে সন্ধ্যা ৬টায়। শেষ হবে রাত ৮টায়।

উপমহাদেশের প্রথম গোলাপি বলের এই ম্যাচ দেখতে প্রতিদিন ৫০ হাজারের বেশি দর্শক মাঠে উপস্থিত হবে বলে টুইট বার্তায় জানিয়েছেন বিসিসিআই’র সভাপতি সৌরভ গাঙ্গুলি।

ad

পাঠকের মতামত