304909

পেয়াজের পাইকারি ও খুচরা মূল্য নির্ধারন করে দিলো সরকার

আগামী দুই একদিনের মধ্যে পাইকারি বাজারে ৮০ থেকে ৮৫ টাকা এবং খুচরা বাজারে ১০০ টাকায় পেয়াজ বিক্রির সিদ্ধান্ত হয়েছে। আজ মঙ্গলবার সকালে বাণিজ্য মন্ত্রনাল, চট্টগ্রাম জেলা প্রসাশন ও ব্যবসায়িদের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

এসময় বাণিজ্য মন্ত্রনালয়ের উপসচিব সেলিম হোসেন জানান, আগামী দুই সপ্তাহের মধ্যে পেয়াজের দাম কেজিপ্রতি ৪০ টাকা কমে আসবে। দেশের বড় বড় কয়েকটি শিল্প প্রতিষ্ঠান পেয়াজের চালান নিয়ে আসছে।

তাছাড়া দেশে উৎপাদিত পেয়াজও বাজারে আসবে। সব মিলিয়ে প্রভাব পড়বে বাজারে। তবে দেশের বিভিন্ন বন্দর দিয়ে আমদানিকারকরা কত দামে পেয়াজ আনছেন এবং বিক্রি করছেন তা খতিয়ে দেখা হচ্ছে।

প্রশাসনের বেধে দেয়া দরের বাড়তি নিলে এবার কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানান উপসচিব। এদিকে বৈঠকের পর রিয়াজউদ্দিন বাজারে অভিযান চালিয়ে অনিয়মের অভিযোগে দুই আমদানিকারকের প্রতিষ্ঠান সিলগালা করে দেয়া হয়েছে।

ad

পাঠকের মতামত