304583

বিসিবিতে ১৩ দফার চিঠি পাঠিয়েছেন সাকিবরা

বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ১৩ দফা দাবি সম্বলিত একটি চিঠি পাঠিয়েছে দেশের ক্রিকেটাররা। সুপ্রিম কোর্টের আইনজীবী মোস্তাফিজুর রহমান খানের মাধ্যমে এ চিঠি পাঠানো হয়। আজ বুধবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন আইনজীবী নিজেই।

রাজধানীর গুলশানে সিক্স সিজনস রেস্টুরেন্টে সন্ধ্যায় সাড়ে ৬টায় দ্বিতীয় দফা সংবাদ সম্মেলন করছেন সাকিব-তামিমরা। সেখানে ক্রিকেটারদের মুখপাত্র হিসেবে ১৩ দফা পড়ে শোনাচ্ছেন আইনজীবী মোস্তাফিজুর রহমান। দফাগুলোর বিস্তারিতও সাংবাদিকদের জানাচ্ছেন তিনি।

এর আগে পরবর্তী সিদ্ধান্ত কী হবে তা নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করেন জাতীয় দল, ঘরোয়া লিগ ও জাতীয় লিগের খেলোয়াড়রা।

এদিকে ক্রিকেটারদের জন্য মিরপুর হোম অব ক্রিকেট শেরে বাংলা স্টেডিয়ামে অপেক্ষা করছেন বিসিবি কর্মকর্তারা। বিসিবি প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী জানিয়েছেন, ধর্মঘট ডাকা ক্রিকেটারদের সঙ্গে তারা বসতে রাজি আছেন। অপেক্ষা করছেন তারা।

বিকেল ৪টার দিকে বিসিবির মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস সাংবাদিকদের মাধ্যমে ক্রিকেটারদের বিসিবিতে আসার আহ্বান জানিয়ে বলেন, ‘বিসিবি সভাপতি আছে, এখন আমরা আলাপ-আলোচনা করতে পারি। এটার জন্য অপেক্ষা করছি। সভাপতি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে এসেছেন। আমরা আগেও বলছি, আমাদের দুয়ার খোলা।’

ad

পাঠকের মতামত