304069

বিএসএফ সদস্যরা বাংলাদেশে এসে ‘বাহাদুরি’ দেখিয়েছে : পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) গুলিতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্য নিহত হওয়ার ঘটনায় বিএসএফ’ই দায়ী বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। আজ শনিবার স্থানীয় সময় বেলা ১১টায় জার্মানির রাজধানী বার্লিনে ডয়চে ভেলেকে দেওয়া এক সাক্ষাৎকারে পররাষ্ট্রমন্ত্রী এ মন্তব্য করেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এটা ওয়ান ইনসিডেন্ট (একটা ঘটনা)৷ একটা ভুল বোঝাবুঝির কারণে এমন ঘটেছে। তারাই (বিএসএফ) আমাদের এখানে এসেছে এবং এসে তারা বাহাদুরিও করেছে৷ আমাদের ছেলেরা (বিজিবি) তাদের লাস্ট জব (শেষ কাজ) হিসেবে বাধ্য হয়ে গুলি করেছে।’

এ ঘটনায় ভারতীয় গণমাধ্যমগুলো যেসব তথ্য দিচ্ছে তা সঠিক নয় বলে মন্তব্য করেছেন আবদুল মোমেন৷ ডয়চে ভেলে’র বাংলা বিভাগের প্রধান খালেদ মুহিউদ্দীনকে দেওয়া সাক্ষাৎকারে পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সাম্প্রতিক ভারত সফর, ভারত-বাংলাদেশ চুক্তি, রোহিঙ্গা ইস্যু ও প্রবাসী প্রসঙ্গেও কথা বলেন৷

ad

পাঠকের মতামত