304014

পার্লারের নামে মিনি পতিতালয়, অতঃপর ধরা যুবলীগের তুহিন

সাতক্ষীরা পৌর যুবলীগের সভাপতি পদ থেকে বহিষ্কৃত ও সাতক্ষীরা জেলা যুবলীগের সদস্য তুহিনুর রহমান তুহিনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে সাতক্ষীরা শহর বাইপাস সড়ক থেকে তাকে আটক করা হয়।

এ তথ্যের সত্যতা নিশ্চিত করে সাতক্ষীরা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম জানান, তুহিন সাতক্ষীরা শহরের সংগ্রাম আবাসিক হোটেল ভাড়া নিয়ে জেন্টস পার্লারের নামে মিনি পতিতালয় গড়ে তুলেছিলেন।

এর আগে গত ৭ অক্টোবর সাতক্ষীরা শহরের সংগ্রাম টাওয়ারে অবস্থিত আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারীসহ ৮ জনকে আটক করে পুলিশ। এ সময় হোটেলটির বিভিন্ন কক্ষে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ কনডম ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

ওসি জানান, এরই পরিপ্রেক্ষিতে মানব পাচার আইনে পুলিশের দায়েরকৃত মামলার আসামি পৌর যুবলীগের সভাপতি পদ থেকে তুহিনকে বহিষ্কার কারা হয়। এর পর থেকেই তুহিন আত্মগোপনে ছিলেন। গতকাল রাতে গোপন সংবাদে অভিযান চালিয়ে সাতক্ষীরা শহরের বাইপাস সড়ক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সূত্রঃ বাংলাদেশ টুডে

ad

পাঠকের মতামত