303078

শান্তিতে নোবেল পেলেন ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ

ইরিত্রিয়ার সঙ্গে শান্তি চুক্তির মাধ্যমে দুই দশকের দীর্ঘ সীমান্ত যুদ্ধ নিরসনে ভূমিকা রাখা তাকে এই স্বীকৃতি দেওয়া হয়। বিবিসি জানায়, নরওয়ের অসলোতে ঘোষিত ১০০তম শান্তি পুরস্কার বিজয়ী আবি আহমেদ। শুক্রবার স্থানীয় সময় সকাল ১১টার পর নোবেলের জন্য তার নাম ঘোষণা করে নোবেল কর্তৃপক্ষ।

দুই দশক আগে আফ্রিকার সবচেয়ে দরিদ্র দুই দেশ ইথিওপিয়া ও ইরিত্রিয়ার সীমান্তে শুরু হয় ভয়াবহ এই যুদ্ধ। মাত্র দুই বছর সেই যুদ্ধে লাখ লাখ মানুষ প্রাণ হারায়। ২০০০ সালে দু’দেশের মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষর হলেও সীমান্তে এক ধরনের যুদ্ধাবস্থা রয়ে যায়। দীর্ঘ এই সংঘাতে নিহত হয় আরও বিপুলসংখ্যক মানুষ।

২০১৮ সালের আগস্টে ইথিওপিয়ার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েই এই যুদ্ধ নিরসনে কাজ করেন ৪৩ বছর বয়সী আবি আহমেদ। অবশেষে ইরিত্রিয়ার সঙ্গে শান্তি চুক্তি কার্যকরের মাধ্যমে অবসান ঘটে দীর্ঘ এই সংকটের।

ad

পাঠকের মতামত