303084

আরবার সর্ম্পকে বাজে কথা বলায় বুয়েট থেকে যুবক আটক

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ক্যাম্পাসে সন্দেহভাজন ঘোরাফেরার কারণে এনামুল মোর্শেদ রুপম নামের একজনকে আটক করেছে পুলিশ। রুপম নিজেকে বুয়েটের সাবেক শিক্ষার্থী বলে দাবি করেন। শুক্রবার (১১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে বুয়েটের একাডেমিক ভবনের নিচ থেকে তাকে আটক করা হয়।

বংশাল চকবাজার জোনের অ্যাসিস্ট্যান্ট কমিশনার (এসি) সিরাজুল ইসলাম বলেন, ওই যুবক বুয়েট ক্যাম্পাসে আজেবাজে কথা বলছিল। এ সময় সাধারণ শিক্ষার্থীরা তাকে আটক করে পুলিশে দেয়।

শিক্ষার্থীরা জানান, রুপম নামের একজন ক্যাম্পাসে সন্দেহভাজনভাবে ঘোরাফেরা করছিলেন। একপর্যায়ে তার পরিচয় জানতে চাওয়া হয়। তখন তিনি নিজেকে বুয়েটের শিক্ষার্থী বলে পরিচয় দিলেও কোন ডিপার্টমেন্ট এবং কোন ব্যাচের সেটাও ঠিক মতো বলতে পারেননি। একই সঙ্গে ভিন্ন ভিন্ন তথ্য দেন। বুয়েটের বর্তমান কোনো শিক্ষার্থীও তাকে চেনেন না। ভিন্ন ভিন্ন তথ্য ও উদ্দেশ্যহীন ঘোরাফেরার কারণে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেন এসি সিরাজও। প্রাথমিক এ বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য পাওয়া যায়নি।

ad

পাঠকের মতামত