302922

মেয়রকে ট্রাকে বেঁধে রাস্তায় ঘোরালো জনগণ

বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে এমন ঘটনার কথা আমরা ভাবতেই পারি না। মেয়র তো দূরের কথা, পাড়ার পাতি নেতারাও রীতিমতো প্রটোকল নিয়ে চলেন। কিন্তু এই মেয়রের দুর্ভাগ্য তিনি বাংলাদেশের রাজনীতিবিদ নন। হলে হয়ত নির্বাচনী প্রতিশ্রুতি না রাখার কারণে এমন হেনস্তা তাকে হতে হতো না। মেক্সিকোর চিয়াপাস রাজ্যের লাস মার্গারিটাসে এ ঘটনা ঘটে।

মেক্সিকোর গণমাধ্যম এল হেরাল্ডো ডি মেক্সিকো জানিয়েছে, জনগণকে দেয়া প্রতিশ্রুতি পূরণ না করায় মঙ্গলবার স্থানীয় বাসিন্দারা এই আক্রমণ চালাতে বাধ্য হন। এরপরেই তাকে জোর করে অফিস থেকে বের করে নিয়ে ট্রাকের পিছনে বেঁধে রাস্তায় টেনে নেয়া হয়। ঘটনাগুলো ধরা পড়ে রাস্তার পাশের সিসিটিভি ক্যামেরায়। প্রথমে দেখা যায় লাঠি নিয়ে এলাকাবাসী মেয়রকে অপহরণ করছেন। এরপর তাকে ট্রাকের সাথে বেঁধে রাস্তা দিয়ে টেনে নিয়ে যাচ্ছেন। এ অবস্থা হবে জানলে বোধহয় জনাব মেয়র প্রতিশ্রুতি ভঙ্গের দুঃসাহস কখনোই করতেন না।

ad

পাঠকের মতামত