302888

চিকিৎসার নামে গৃহবধুর হাতে-মুখে চুমু খেলেন ডাক্তার!

ডেভিট নামের এক চিকিৎসকের বিরুদ্ধে চিকিৎসার নামে রোগীর হাতে-মুখে চুমু দেওয়াসহ যৌন হয়রানির অভিযোগ উঠেছে। কুলাউড়ার ব্রাহ্মণবাজার খ্রীষ্টিয়ান স্বাস্থ্য প্রকল্প (খ্রীষ্টিয়ান মিশনে)এ ঘটনাটি ঘটেছে।

এক সিজার রোগীর সেলাই কাটার সময়ে শরীরের স্পর্শকাতর স্থানে নানা অঙ্গভঙ্গীমায় অনৈতিক আচরণ করেন ওই চিকিৎসক। এমন আচরণে রোগীর আত্মীয় ব্রাহ্মণবাজার খ্রীষ্টিয়ান স্বাস্থ্য প্রকল্প পরিচালক বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন। এরপর তদন্ত শুরু করেছে খ্রীষ্টিয়ান স্বাস্থ্য প্রকল্প কর্তৃপক্ষ।

লিখিত অভিযোগে বলা হয়েছে, গত ১৫ সেপ্টেম্বর এক অন্তঃস্বত্তা গৃহবধু ব্রাহ্মণবাজার খ্রীষ্টিয়ান স্বাস্থ্য প্রকল্পের ডাক্তার ফরিদ আহমদের কাছে চিকিৎসা নিতে আসেন। গৃহবধুর নরমাল ডেলিভারির জন্য ভর্তি করান এবং একদিন অপেক্ষার পরামর্শ দেন ডাক্তার ফরিদ।

কিন্তু ওই দিন রাত ৩টায় খ্রীষ্টিয়ান মিশনে ইনচার্জ ডাক্তার ডেভিট গৃহবধুর অপারেশ (সিজার) করতে হবে বলে জানান রোগীর স্বজনকে। সিজারের মাধ্যমে জন্ম নেওয়া নবজাতকের পরের দিন জর আসে। বিষয়টি ডেভিটকে অবগত করলেও গুরুত্ব দেননি তিনি।

এরপর গত ২৭ সেপ্টেম্বর ওই গৃহবধু অপারেশনের (সিজার) সেলাই কাটাতে আসেন খ্রীষ্টিয়ান মিশনে। মিশনের ইনচার্জ ডাক্তার ডেভিট সেলাই কাটার এক পর্যায়ে গৃহবধুর হাতে-মুখে ধরে চুমু দেন এবং নানাভাবে যৌন হয়রানি করেন বলে অভিযোগ পত্রে উল্লেখ করা হয়েছে।

এদিকে অভিযোগের পেক্ষিতে ডাক্তার ডেভিটের ঘটনায় তদন্ত শুরু করেছে কুলাউড়ার ব্রাহ্মণবাজার খ্রীষ্টিয়ান স্বাস্থ্য প্রকল্প (বিসিএইচপি) কর্তৃপক্ষ।এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত ডাক্তার ডেভিট অভিযোগ অস্বীকার করে বলেন, অভিযোগ ভিত্তিহীন। এ সময় অভিযোগ সংক্রান্ত বেশ কয়েকটি প্রশ্নের সদুত্তর দেননি তিনি।

এ ব্যাপারে কুলাউড়ার ব্রাহ্মণবাজার খ্রীষ্টিয়ান স্বাস্থ্য প্রকল্প (বিসিএইচপি) এডমিন উত্তম চক্রবর্তী বলেন, বিষয়টি আমাদের পরিচালক দেখছেন। এটা শক্তভাবে দেখা হবে। এ ঘটনা দুঃখ ও লজ্জাজনক বলে মনে করেন তিনি।

ad

পাঠকের মতামত