302874

হাত পা বাঁধা অবস্থায় সারাদিন পানিতে ভাসেন এই সাধু, ভিডিও ভাইরাল

সংসার জীবন থেকে অনেক দূরে, ঈশ্বর সাধনায় মগ্ন এবং শীত-গ্রীষ্ম সব ঋতুতেই শরীর থাকে উদোম- এমন হুলিয়া বলে দেয় যে এরা নাগা সন্ন্যাসী বা নাগা সাধু। উপমহাদেশে সনাতন ধর্মীয় বিভিন্ন তীর্থকেন্দ্রের আশপাশে বিশেষ করে কুম্ভ মেলায় প্রায়ই তাদের দেখা মেলে। চুলে জটাধারী, গায়ে ছাইভষ্ম মাখা এই সন্ন্যাসীরা লোকালয়ে কমই আসে। কেউ কেউ এদের যোদ্ধা সন্ন্যাসী বলেন।

সাধুদের নিয়ে রহস্যের শেষ নেই। তারা কোথায় থাকে, কি খায় এসব জানতে সাধারণ মানুষ সব সময় চায়। ভারতে কুম্ভমেলার সময় লাখ লাখ সাধু এসে ভিড় জমায়। মেলা শেষ হলেই তারা আবার উধাও হয়ে যায়। কোথায় যান তারা? অনেকে বলেন, তারা হিমালয় পর্বতের গুহায় গিয়ে ধ্যান করেন।

সম্প্রতি তেমনই এক সাধুর খোঁজ পাওয়া গেল। তিনি সারাদিন জলে ভেসে থাকেন। পুকুরের জলে হাত পা বেঁধে তাকে ফেলে দেওয়া হয়। এরপর সেখানে সারা দিনরাত ভেসে থাকেন তিনি। ওই সাধুর একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার হয়েছে। শেয়ার হতেই ভিডিওটি ভাইরাল হয়ে গেছে।

ad

পাঠকের মতামত