302781

সৌদির নতুন সিদ্ধান্ত, বিমানবন্দরে দেখা যাবে জ্যাকুলিনকে!

পর্যটক টানতে রক্ষণশীলতার বেড়াজাল থেকে বেরিয়ে আসছে সৌদি আরব। নারীদের গাড়ি চালানোর অনুমতি, অবিবাহিত নারী-পুরুষ এক সাথে থাকাসহ বিভিন্ন কঠোর নিয়ন-নীতি থেকে বেরিয়ে আসছে মধ্যপ্রাচ্যের দেশটি।সাধারণত বিশ্বের বিভিন্ন দেশের আন্তর্জাতিক বিমানবন্দরে বিখ্যাত অভিনেত্রী ও মডেলদের ছবি দেখা যায়। তবে সৌদি আরবের বিমানবন্দরে এমনটা দেখা যায় না।

এবার ভ্রমণকারীদের আকৃষ্ট করতে বিমানবন্দরে নারী মডেলের ছবি ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে দেশটি।মিড-ডে জানিয়েছে, সৌদির বিমানবন্দরে বিজ্ঞাপনের ইলেকট্রিক বিলবোর্ডে স্থান পেয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ, নারী তারকা হিসেবে যা প্রথম।

প্রসঙ্গত, সৌদি আরবে সাতটি আন্তর্জাতিক বিমানবন্দর আছে। এগুলো হলো দাম্মামের বাদশা ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দর, জেদ্দার বাদশা আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর, রিয়াদের বাদশা খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর, মদিনার প্রিন্স মোহাম্মদ বিন আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর, আল-হোফুফে আল-আহসা আন্তর্জাতিক বিমানবন্দর, ইয়ানবুর প্রিন্স আবদুল মহসিন বিন আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর ও বুরাইদাহের প্রিন্স নায়েফ বিন আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর।

ad

পাঠকের মতামত