302531

এবার পূজামণ্ডপে গিয়ে ময়লা পরিষ্কার করলেন মেয়র আতিক

সবাই ব্যস্ত। হঠাৎ নজরে পড়ল একজন ব্যক্তি যিনি পূজামণ্ডপের বাইরে পড়ে থাকা ময়লা পরিষ্কার করছেন। একটু সামনে গিয়েই সবাই অবাক। ময়লা পরিষ্কার যিনি করছেন তিনি ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। এটি কোনো নির্ধারিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি নয়। মুখে ছিল না মাস্ক, ছিল না হাতে গ্লাভস। এসেছিলেন পূজা মণ্ডপ পরিদর্শনে আর সেখানে এসেই এক ধরনের প্রতীকী কর্মসূচি চালালেন তিনি।

শনিবার (৫ অক্টোবর) রাতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার সর্বজনীন দুর্গা পূজা পরিদর্শনে যান।

শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা বিনিময় করতে তিনি যাচ্ছেন বিভিন্ন পূজামণ্ডপে। বসুন্ধরা আবাসিক এলাকার দুর্গাপূজায় গিয়ে তিনি সেখানে থাকা সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। সেখান নিজের উদ্যোগেই পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি চালান।

এ সময় তিনি বলেন, ‘আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য সুন্দর ঢাকা গড়ে তুলতে হলে সবাইকে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যেতে হবে। নগরের সার্বিক উন্নয়নে আমি জনগণের সহযোগী হিসেবে পাশে থাকতে চাই।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশে সকল ধর্মের অনুসারীদের মধ্যে যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আছে তা বজায় থাকবে এবং আমরা সবাই মিলে গড়ে তুলব জাতির পিতার স্বপ্নের অসাম্প্রদায়িক বাংলাদেশ যে লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন।’

মেয়রের এমন উদ্যোগ প্রশংসা কুড়িয়েছে উপস্থিত সবার। বসুন্ধরা সর্বজনীন পূজা উদযাপন কমিটির সভাপতি শ্রীবাস রয় অপু এ সময় মেয়রকে পাশে রেখে উপস্থিত সবাইকে উদ্দেশ্য করে পূজা প্রাঙ্গণ পরিষ্কার রাখতে অঙ্গীকার করার কথা বলেন এবং উপস্থিত দর্শনার্থীরা হাত তুলে তাতে সাড়া দিয়ে অঙ্গীকার করেন।

এর আগে শুক্রবার (৪ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর কারওয়ান বাজারে মিডিয়াপাড়া সার্বজনীন দুর্গাপূজা মণ্ডপে যান মেয়র আতিক। সেখানে গিয়ে তিনি আয়োজকদের সঙ্গে কথা বলেন এবং খোঁজখবর নেন। এরপরই সার্বজনীন এই উৎসবে শরিক হন তিনি। ঢোল নিয়ে নিজেই বাজাতে শুরু করেন। মেয়রের ঢোল বাজানো দেখে আনন্দে নেচে উঠেন সেখানে উপস্থিতি অনেকেই।

এরপরই থেকে মেয়রের ঢোল বাজানোর এই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হতে শুরু করে। এদিকে মেয়রের ঢোল বাজানোতে আলোচনা-সমালোচনার ঝড় বইছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। কেউ বলছেন- মুসলিম হিসেবে ঢোল বাজানো উচিত হয়নি মেয়র আতিকের।

আবার কেউ কেউ বলছেন- নগরের মেয়র হিসেবে তিনি সার্বজনীন। তিনি ব্যক্তি হিসেবে না, বরং মেয়র হিসেবে এমনটা করতেই পারেন।

ad

পাঠকের মতামত