302458

বাচ্চাকে বাঁচাতে গিয়ে একে একে ৫ হাতির মৃত্যু!

থাইল্যান্ডের একটি জলপ্রপাতের খাঁদে পড়ে ছয় হাতির মৃত্যু হয়েছে। স্থানীয় সময় শনিবার (৫ অক্টোবর) দেশটির দক্ষিণাঞ্চলে খাও ইয়া জাতীয় পার্কের একটি খরস্রোতা জলপ্রপাতে এ দুর্ঘটনা ঘটে। পার্ক কর্তৃপক্ষ জানায়, একটি বাচ্চা হাতি জলপ্রপাত থেকে পড়ে গেলে অন্য হাতিগুলো তাকে বাঁচাতে যায়। এতে একে একে অন্য পাঁচ হাতিরও মৃত্যু হয়। এ সময় আরও দুটি হাতি ছিটকে ঝুঁকিপূর্ণ এলাকায় গিয়ে পড়ে।

দুর্ঘটনার খবর পেয়ে দেশটির বন্য ও প্রাণী সংরক্ষণ অধিদফতরের প্রতিনিধিরা ঘটনাস্থলে পৌঁছেছেন। তাদের উদ্ধারের চেষ্টা চলছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনার ঘণ্টা তিনেক পর তিন বছর বয়সী হাতিটির মরদেহ উদ্ধার করা হয়। এরপরই পাশ থেকে অন্য পাঁচ হাতির মৃতদেহের সন্ধান পাওয়া যায়।

স্থানীয়ভাবে পরিচিত ‘নরকের জলপ্রপাত’ নামের ওই জলপ্রপাতে এর আগেও এ ধরনের দুর্ঘটনা ঘটেছে। ১৯৯২ সালের পর সেখানে আটটি হাতির মৃত্যু হয়েছে। থাইল্যান্ডের ওয়াইল্ড লাইফ ফ্রেন্ডস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এডউইন উইক দুর্ঘনাটিকে ‘বিষাদপূর্ণ’ ঘটনা বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, এটি অনেকটা পরিবারের কোনো সদস্যকে হারানোর মতো বিষয়। কিন্তু কিছুই করার নেই।

সূত্র : বিবিসি

ad

পাঠকের মতামত