302029

ধর্ষণের রেকর্ড করল সেপ্টেম্বর মাস

চলতি বছরের সেপ্টেম্বরে উদ্বেগজনকভাবে বেড়েছে ধর্ষণ। মহিলা পরিষদের দেওয়া তথ্যে ২০১০ সালের পর একমাসে সবচেয়ে বেশি ধর্ষণের রেকর্ড স্পর্শ করল সেপ্টেম্বর। সংগঠনটির এক প্রতিবেদনে বুধবার (০২ অক্টোবর) এ তথ্য জানানো হয়েছে। মহিলা পরিষদের তথ্যমতে, সেপ্টেম্বরে মোট ধর্ষণ হয়েছে ২৩২ আর আগস্টে ধর্ষণের সংখ্যা ছিল ১৬৯।

সেপ্টেম্বরের ধর্ষণের মধ্যে, ১৯টি ছিল দলবদ্ধ এবং ১৫ জনকে ধর্ষণের পর হত্যা করা হয়। এর পাশাপাশি অন্তত ১৫ জন ধর্ষণ চেষ্টার শিকার এবং ৩০ জনকে যৌন হয়রানির শিকার হতে হয়েছে। মহিলা পরিষদ জানায়, ৫২১ নারী এবং কিশোরী সদ্যবিদায়ী মাসে সহিংসতার শিকার হন যেখানে আগস্টে এ সংখ্যা ছিল ৩৭৯।

এ ছাড়া, ধর্ষণের রেকর্ড স্পর্শ করা মাসে ৪১ নারী এবং কিশোরী বিভিন্ন কারণে খুন, ২১ জন নির্যাতন ও ১৭ জন অপহরণের শিকার হন। যৌতুকের জন্য নির্যাতনের শিকার হন ১৩ জন যাদের মধ্যে পাঁচ নারী মারা যান সেপ্টেম্বর মাসে। একই মাসে বাল্যবিয়ে হয় ৪২ শিশুর এবং ৪১ বাল্যবিয়ের ঘটনা প্রতিহত করা হয়।

ad

পাঠকের মতামত