302143

এবার পেঁয়াজের দিকে ঝুঁকছে চোরেরা!

আন্তর্জাতিক ডেস্কঃ হঠাৎ করে পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় অস্বস্তিতে পড়েছেন ক্রেতারা। তবে দাম বৃদ্ধিতে অনেক পেঁয়াজ চাষি বা মজুদকারীরাও স্বস্তিতে নেই। এরই মধ্যে কয়েক জনের পেঁয়াজ চুরি হয়ে গেছে। তাই এখন পেঁয়াজ চাষি বা মজুদকারীদের মনে ঢুকেছে চোরের ভয়।

ভারতীয় সংবাদমাধ্যম এই সময় জানায়, ভারতের মহারাষ্ট্রের পুনের নাথাচিওয়াড়িতে খামারের একটি ঘরে ১৫ টন পেঁয়াজ রেখেছিলেন সতীশ লাকড়ে নামের এক কৃষক। শুক্রবার সকালে তিনি দেখেন তালা ভেঙে ২ টন পেঁয়াজ চুরি করে নিয়ে গেছে চোর।

এরপরের দিনই একইভাবে কৃষক দত্তাত্রেয় তাভড়েরের ঘর ভেঙে ৬ শত কেজি পেঁয়াজ চুরি করে নিয়ে যায় চোর। পেঁয়াজ চুরির ঘটনায় ওই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী এ বিষয়ে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেছে। গ্রামবাসীরাও রাত জেগে পেঁয়াজ গুদামে পাহারা দিচ্ছেন।

ad

পাঠকের মতামত